ঢাকামঙ্গলবার , ২১ জুন ২০২২
  • অন্যান্য

আজও চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

জুন ২১, ২০২২ ১২:৫৪ অপরাহ্ণ । ১২৮ জন

সেই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশে গত ২৪ ঘণ্টায় উত্তরের জেলা এবং দক্ষিণ-পূর্বের চট্টগ্রাম অঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০৬ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ প্রথম আলোকে জানান, এ সময় হাতিয়ায় ৬২ মিলিমিটার এবং চাঁদপুরের ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়। সন্দ্বীপে বৃষ্টি হয় ৪৫ মিলিমিটার।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয় সিরাজগঞ্জের তাড়াশে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামের সীতাকুণ্ডে।- জাগোনিউজ