ঢাকামঙ্গলবার , ২১ জুন ২০২২
  • অন্যান্য

জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের মামলায় ছয়জন গ্রেপ্তার

জুন ২১, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ । ২৪৭ জন

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিজেদের দোকানের কম্পিউটারের হার্ডডিস্কে পর্নোগ্রাফি সংরক্ষণ ও টাকার বিনিময়ে সেগুলো বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসে সরবরাহ করে আসছিলেন। এমন খবর পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ক্ষেতলাল সদরে ও ত্রিমোহনী বাজারে অভিযান চালায় র‍্যাব। এ সময় পর্নোগ্রাফি সরবরাহের সরঞ্জামাদিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে তাঁদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় একটি মামলা করা হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানী বলেন, সোমবার গভীর রাতে আসামিদের থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।-প্রথম আলো

Paris
Paris