ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুন ২০২২

মাদক মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

জুন ২৩, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ । ১৫২ জন

চার্জশিটে বলা হয়েছে যে রিয়া চক্রবর্তী আর শৌভিক মাদকদ্রব্য সেবন করেছিলেন, আর সুশান্ত সিং রাজপুতের জন্য তাঁরা মাদকদ্রব্য কেনা-বেচা করেছিলেন। অতুল সরপন্দে আরও বলেছেন, কিছু অভিযুক্ত ব্যক্তির মামলা মীমাংসার মুখে ছিল, কিন্তু তারা আদালতের কাছে ডিসচার্জ আবেদনপত্র দাখিল করেছিলেন। আর তাই আদালত এই মামলার রায় শোনাতে পারেননি।

গতকাল বুধবার এই মামলার সওয়াল-জবাবের সময় রিয়া আর শৌভিক আদালতে উপস্থিত ছিলেন। বিশেষ বিচারক বিজি রঘুবংশী আগামী ১২ জুলাই এই মামলার রায় শোনাবেন বলে জানিয়েছেন।

সুশান্ত আর রিয়া

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রহস্যের সঙ্গে মাদক-কাণ্ড প্রকাশ্যে উঠে এসেছিল। রিয়াকে এই মামলার অন্যতম মূল অভিযুক্ত হিসেবে ২০২০ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। প্রায় এক মাসের মতো জেল খেটেছিলেন তিনি।

রিয়া চক্রবর্তী
এরপর বোম্বে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান এই বলিউড নায়িকা। সুশান্ত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইতে নিজের বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। এখন এই মামলার তদন্ত সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সিবিআই করছে। কিন্তু এখনো এই তদন্তকারী সংস্থা কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

প্রথম আলো