গ্রীনসিটি ডেস্ক:
মোহনপুরে বারনই নদী (শাখা নদী) ডুবে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্র পাপুল হাসান (১৩) ধোপাঘাটা গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
পাপুল সপ্তম স্থানীয় একটি স্কুলের শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় পাপুল তার ছোট ভাইসহ ৫ থেকে ৬ জন বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা ব্রিজ থেকে লাফ দেয়। এসময় পানি তলিয়ে যায় পাপুল। পরে স্থানীয়রা নদী থেকে পাপুলের মরদেহ উদ্ধার করে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। এছাড়া পাপুল বাবার আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।