ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুন ২০২২
  • অন্যান্য

বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন শ্রুতি

জুন ৩০, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ । ১৪৫ জন

গ্রীনসিটি ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান। বরাবরাই নিজের ফ্যাশন এবং জীবনযাপন নিয়ে আলোচনায় থাকেন তিনি। শ্রুতির আরেক পরিচয় তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে।

শ্রুতি কখনোই সত্য বলতে পিছুপা হন না এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।

শ্রুতি বলেন, আমি কিছুই জানি না। আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। আপাতত এসব নিয়ে ভাবছিও না।

সম্প্রতি রণবীর-আলিয়া প্রথম সন্তানের ঘোষণা দিয়েছেন। সেখানে এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন শ্রুতি হাসান। এরপর থেকেই এই অভিনেত্রীর বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বর্তমানে শান্তনু হাজারিকার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন শ্রুতি। টাইমস অব ইন্ডিয়াকে শ্রুতি হাসান বলেন, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার কোনো পরিকল্পনা নেই। বিয়ে পরিকল্পনার বিষয়ে আমার কোনো ধারণাই নেই। সুতরাং আমার কোনো উত্তরও নেই।

বর্তমানে ‘সালার’ ও ‘এনবিকে ১০৭’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রুতি। ‘সালার’-এ প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটির নির্মাতা প্রশান্ত নীল। অন্যদিকে, ‘এনবিকে ১০৭’-এ নান্দামুরি বালাকৃষ্ণার সঙ্গে দেখা যাবে শ্রুতিকে। সিনেমাটির নির্মাতা গোপিচাঁদ।

বাংলানিউজ