নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বার্ষিক সাধারণ সভা ২০২০-২১ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুন ২০২২) বিকাল সাড়ে ৪টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ২০২০-২১ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও সভাপতিত্ব করেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান রিংকু।
এসময় তিনি বলেন, বৈশিক মহামারি কোভিড-১৯ জনিত কারণে ২০২০ ও ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে এতটা দেরি হলো। সাধারন সভায় বার্ষিক আয়-ব্যয় নিরিক্ষিত হিসাব উপস্থাপন করা হয। সাধারণ সদস্যবৃন্দ তা অনুমোদন করেন। সভায় ২০২২ সালের অডিটর নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় যে সকল সাবেক সভাপতি, সহ-সভাপতি, পরিচালক এবং তাঁদের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
সভাপতি আরো বলেন, গত ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভার পর থেকে আজ পর্যন্ত রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির যে সকল সম্মানিত সদস্য এবং সদস্যবৃন্দের আত্মীয় স্বজন আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন তাঁদের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁদের কৃতিত্বপূর্ন কর্মময় জীবন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি বিগত ৩ জানুয়ারি ২০২২ তারিখে চেম্বারের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহন করার পর থেকে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ঐতিহ্যমন্ডিত ভাবমুর্তি অক্ষুন্ন রাখা, এর কর্মকান্ডকে আরো গতিশীল, বেগবান এবং অধিকতর কার্যকর করার জন্য পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যদের নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নের চেষ্টা করেছি। এ ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা ও সর্বাত্মক আন্তরিক সমর্থন পেয়ে যাচ্ছি।
সভায় আগত সদস্যবৃন্দ চেম্বারের বর্তমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালক মোঃ শাহাদৎ হোসেন বাবু, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, হারুন উর রশীদ, মোঃ আব্দুল গাফফার, মোঃ মাসুম সরকার, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ এনামুল হক, মোঃ সাজ্জাদ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মতিউল হক, এস,এম আইয়ুব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেম্বারের সচিব মহঃ গোলাম জাকির হোসেন।