ঢাকাশনিবার , ২ জুলাই ২০২২

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জুলাই ২, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ । ১৫৮ জন

চাঁপাইনবাবগঞ্জের চককীর্ত্তিতে নিজ বাড়িতে বিদ্যুৎ এর লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইরুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঘটে এ দুর্ঘটনা। নিহত সাইরুল জেলার শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের প্রথম চককীত্তি গ্রামের কাদেল হোসেনর ছেলে।

চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু মিয়া জানান, সকালে সাইরুল তার নিজ বাড়ির বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, ইতোমধ্যে বিষয়টি জেনেছি। বিষয়টিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Paris
Paris