দুই হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এদের মধ্যে কারিগরির ৬৬৫ টি। বাকীগুলো সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসা। বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
২০১৯ খ্রিষ্টাব্দে প্রথমবারের মতো এমপিওর তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ও ব্যনাবেইসের অদক্ষতায় অসংখ্য ভুল ও ভুয়া প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়। শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষাড্টকম-এর ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে সেই চিত্র। পরে মন্ত্রণালয় নানা কৌশলে সেই ভুয়া ও অযোগ্য চিহ্নিত প্রতিষ্ঠানগুলো এমপিওর তালিকা থেকে বাদ দেয়।
এবার নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা প্রকাশে আলাদা অনুষ্ঠান করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন। ২০১৯ খ্রিষ্টাব্দে ২ হাজার সাতশর মতো এবং তারও আগে ২০১০ খ্রিষ্টাব্দে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।- দৈনিক শিক্ষা