ঢাকাবৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২
  • অন্যান্য

যে কারণে এবার এফডিসিতে কুরবানি দিচ্ছেন না পরীমনি

জুলাই ৭, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ । ১৮৭ জন

গ্রীনসিটি ডেস্ক:

সিনেমা মুক্তি পাক বা না পাক প্রতি কুরবানি ঈদে আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। এর একমাত্র কারণ এফডিসিতে সামর্থ্যহীন মানুষদের জন্য কোরবানি দেন এই নায়িকা।

গেল বছরগুলোতে এমনটাই করে আসছেন তিনি। তবে এ বছর এবার এফডিসিতে কোরবানি দেবেন না পরীমনি।

এর অন্যতম কারণ প্রথমবার মা হাওয়ার অপেক্ষায় রয়েছেন এ নায়িকা। সব ধরনের কাজ থেকে ছুটি নিয়ে বর্তমানে বাসায় সময় কাটাচ্ছেন তিনি।  অনাগত সন্তান ও নিজের শরীর নিয়ে বেশ সর্তক তিনি।

এক কথায় শারীরিক অবস্থার কারণেই এবার এফডিসিতে কোরবানি করতে পারছেন না পরীমনি।

বিষয়টি নিশ্চিত করে পরীমনির স্বামী ও চিত্রনায়ক শরিফুল রাজ বলেন, ‘আমাদের বাসায় নতুন অতিথি আসছে। জীবনের চমৎকার সময় কাটাচ্ছি আমরা। প্রতিবার ও এফডিসিতে গিয়ে সবার সঙ্গে কোরবানির ঈদটা উদাযপন করে পরী। আপনারা তো জানানে, এবার আসলে পরীর সেই অবস্থায় নেই।’

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি বছর এফডিসিতে কুরবানি দিয়েছেন পরীমনি। বেশ কয়েকটি গরু জবাই দেন তিনি, যা দিয়ে এফডিসি ও এর আশপাশের সামর্থ্যহীনরা ঈদুল আজহায় ঘরে মাংস নিতে পারে।

সবশেষ ২০২১ সালে ছয়টি গরু কোরবানি দেন পরীমনি। গত বছর এফডিসির ভেতর কুরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় বাইরে কুরবানি দেন তিনি। তবে এবার আর তা হচ্ছে না।