চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী নভেম্বর মাসের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী আরও জানান, স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগস্টের মাঝামাঝি শুরুর পরিকল্পনা থাকলেও এ সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা যায়। তাই এ সময়ে পরীক্ষা না নিয়ে কিছু পরে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।
তিনি বলেন, এসএসসি পরীক্ষা শুরুর পর থেকে দুই মাস সময় নিয়ে প্রচলিতভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর পরীক্ষা পিছিয়ে যাওয়ায় বোর্ডগুলোকে কিছুটা কষ্ট করতে হবে। তাদের এসএসসি পরীক্ষা শুরুর ৪৫ দিনের মধ্যেই এইচএসসি পরীক্ষা শুরু করতে হবে। সে হিসেবে নভেম্বর মাসের গোড়ায় এইচএসসি ও সমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে প্রবল বর্ষণ আর উজানের ঢলে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দিলে সরকার ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। ২০ লাখ ২১ হাজার শিক্ষার্থী চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন। পরে শিক্ষা বোর্ডগুলো আগস্টের মাঝামাঝি এসএসসি ও সমমান এবং অক্টোবরে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু শিক্ষামন্ত্রী জানালেন, মধ্য সেপ্টেম্বরে এসএসসি ও নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা যেভাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেভাবেই অনুষ্ঠিত হবে। পরীক্ষার সিলেবাস বা নম্বর বিভাজনের কোন পরিবর্তন হবে না। তবে পরীক্ষার সূচি বদলাবে।- দৈনিক শিক্ষা