চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমন চেক জালিয়াতির ৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রধান শিক্ষক ইমদাদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠায় আদালত।
গ্রেফতারকৃত ইমদাদুল উপজেলার নিমপাড়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। এছাড়া তিনি নিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায়, ইমদাদুল হক স্থানীয় একাধিক ব্যক্তির কাছে থেকে চাকরি দেয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে চেকের মাধ্যমে টাকা আত্মসাৎ করেছিলেন। পরে ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করে। দায়েরকৃত চারটি মামলায় তার সাজা হয়।
পুলিশ জানান, ইমদাদুল হক চারটি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দায়েরকৃত একটি মামলায় ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটিতে ১৩ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটি মামলায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, চেক জালিয়াতির চার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইমদাদুল হক পলাতক ছিলেন। বেলা ১২টার দিকে পুলিশ নিমপাড়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দুপুর দেড়টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, বিষয়টি জানি না, তবে সংবাদ কর্মীদের মাধ্যমে শুনেছি। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান শিক্ষা কর্মকর্তা।