নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারকে দেখতে যান জেলা প্রশাসক আব্দুল জলিল।
মঙ্গলবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারকে দেখতে রামেক হাসপাতালের ৫ নম্বর ভিআইপি কেবিনে যান তিনি।
এ সময় জেলা প্রশাসক আব্দুল জলিল অসুস্থ জেলা আওয়ামী লীগ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং রোগমুক্তি কামনা করেন। এরপরে চিকিৎসকদের সঙ্গে তার উন্নত চিকিৎসার বিষয়ে আলাপ-আলোচনা করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার)শাহানা আখতার জাহান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি প্রমুখ।