ঢাকাসোমবার , ২৫ জুলাই ২০২২

রাবি ভর্তি পরিক্ষা: মাঠ পর্যায়ে থেকে তদারকি করেছেন আরএমপি কমিশনার

জুলাই ২৫, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ । ১৮৪ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা-সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মাঠ পর্যায়ে থেকে তদারকি করেছেন আরএমপি’র কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আজ সোমবার তিনি এ তদারকি করেন।

May be an image of 13 people, people standing and outdoors

এবারের রাবি’র ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং কঠোর পুলিশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় এলাকায় সাদা পোষাকে ৩শত এর অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

May be an image of 6 people, people standing and outdoors

পুলিশ কমিশনারের উদ্যোগে আরএমপি’র পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Paris
Paris