ঢাকামঙ্গলবার , ২৬ জুলাই ২০২২
  • অন্যান্য

শোয়েব আখতারের জীবনী নিয়ে ছবি

জুলাই ২৬, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ । ১৬৪ জন

গ্রীনসিটি ডেস্ক:

শোয়েব আখতারকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার নিজেই টুইট করে একথা জানিয়েছেন। পাকিস্তানের কোনো ক্রীড়াবিদকে নিয়ে এই প্রথম কোনো বিদেশি চলচ্চিত্র তৈরি হতে চলেছে। ছবির একটি ক্লিপ ও পোস্টার শোয়েব ভাগ করেছেন অনুরাগীদের সঙ্গে।

শোয়েবের বায়োপিকের নাম হবে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, রানিং অ্যাগেনস্ট অল অডস’। বায়োপিকে শোয়েবের জীবনের অনেক অজানা দিক উঠে আসবে। সব ঠিক থাকলে ২০২৩-এর ১৬ নভেম্বর ছবি মুক্তি পাবে। তবে শোয়েবের চরিত্রে কে অভিনয় করবেন তা কিছুই জানানো হয়নি।

ক্যাপশনে শোয়েব লিখেছেন, ‘একটা সুন্দর যাত্রা শুরু হতে চলেছে। আমার গল্প, আমার জীবন, আমার বায়োপিক, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, রানিং অ্যাগেনস্ট অল অডস’-এর ব্যাপারে ঘোষণা করতে চলেছি। আগে এমন অভিজ্ঞতা হয়নি। পাকিস্তানের কোনো ক্রীড়াবিদকে নিয়ে প্রথম বিদেশি ছবি। ইতি, আপনাদের বিতর্কিত মানুষ, শোয়েব আখতার।’

যুগান্তর