ঢাকাসোমবার , ১ আগস্ট ২০২২
  • অন্যান্য

রাজশাহীতে ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২

আগস্ট ১, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ । ১৪৭ জন

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, হাবিবুল্লাহ একজন রোহিঙ্গা। তিনি কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করেন। তাঁরা পরস্পরের যোগসাজশে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এনে বিক্রয় করেন।

র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস শাকিব বলেন, এ চক্রের পলাতক আরেকজনকে আটকের চেষ্টা চলছে। আটক দুজনের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Paris