বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই-২০২২ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩৭ কোটি ৩০ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১১,০০,২৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন, ৩১,১৭৪ বোতল ফেনসিডিল, ১৪,৬৩৩ বোতল বিদেশী মদ, ৪,৭২১ ক্যান বিয়ার, ৩৪৪ লিটার বাংলা মদ, ২,৫৩৮ কেজি গাঁজা, ৪,১৬,৩০১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৯,২৭২টি নেশাজাতীয় ইনজেকশন, ৬,৭১৪টি ইস্কাফ সিরাপ, ৫৩৬ কেজি তামাক পাতা, ১,০০০ বোতল এমকেডিল/কফিডিল, ৪,৩০,৪১৪ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ১৬,৬৯৫টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৭৭,৮০০টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫৮২.৬৮ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি রূপা, ১,৭৫,৬৪৬টি কসমেটিক্স সামগ্রী, ৩,৮১৪টি ইমিটেশন গহনা, ১০,০৭৬টি শাড়ী, ১,৩৯৭টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১,০৯২টি তৈরী পোষাক, ১,০২৭ ঘনফুট কাঠ, ১,৮১৬ ঘনফুট পাথর, ৮,৩৫৯ কেজি চা পাতা, ১,৩১,৭০০ কেজি কয়লা, ৪৪১ কেজি কারেন্ট জাল, ১৫টি কষ্টি পাথরের মূর্তি, ৫টি ট্রাক/কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৬টি পিকআপ, ৩২টি সিএনজি/ইজিবাইক এবং ৭০টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি পিস্তল, ৭টি রাইফেল, ১০টি বন্দুক, ১টি গান, ৫টি ম্যাগাজিন, ১টি মর্টাল শেল, ১টি রাইফেলের ব্যারেল, ৩১টি খালি খোসা এবং ২৮ রাউন্ড গুলি।
এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬০ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৬২ জন বাংলাদেশি নাগরিক ও ২৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন