মোঃ খালিদ হাসান কবির:
স্বাধীনতা,
আমি বিজয়ী, আমি রক্তসংগ্ৰামী
রাজতন্ত্রের দাসত্বের শৃঙ্খল ভৃঙ্গল
দুলোকে-ভুলোকে আমি মুক্তিযুদ্ধা,
আমার ডর নেই, আমার জ্বর নেই
আমি মুক্ত আকাশে উড়ন্ত পাখি,
আমি স্বাধীনতা, আমি আমাজনের বিস্ময় গহিন অরণ্যে রোদন
আমি প্রশান্ত জলরাশি দিক দিগন্তে ভেসে আসি
আমি মহামারী, ধরি সব মিথ্যা বাদি ছোট বড় নর-নারী,
আমি সিংহের গর্জন অন্যায় অভিপ্রায় বর্জন
আমি অগ্নি, জ্বালিয়ে ছারখার করি নরক বাসিকে
আমি জনগণ করি শত্রুর সাথে মারামারি মিত্রর সাথে গলাগলি,
আমি এ্যটম বম ছাই হয়ে যাই সব দম
আমি সিডর ওড়িশা হয়ে ধ্বংস লীলাখেলা আমার নেশা
আমি স্বাধীনতা আমি বিজয়ী আমি জীবন্ত
আমি অপারিজতা, নির্ভয় নির্লজ্জ
আমি হীরার চেয়ে বেশি কিছু
আমি জিতেই ছাড়ি হারার নেই কোন চান্স
আমি বিজয়ী আমি এসেছি নিতে দিতে
আমি চৈত্র মাসের উজ্জ্বল সেই সূর্য
আমি মরনের জীবন, আমি আলালের ঘরের দুলাল
আমি দুঃখিত হ্নদয়ের আশার মক্কা মদিনার ঘর
আমি স্বাধিনতা আমি মুজিবুরের হ্নদয়ের কথা
আমি বাংলাদেশের মানুষ
আমি সুগন্ধি রক্ত ক্ষরন হলেও হাসি আমি বিজয়ী
আমি সুবিশাল হিমালয়
আমি মহাবীর খালিদ আমার ভয়ে কাঁপতে থাকে রাজতন্ত্রের হ্নদয়
আমি আকাশের চাঁদ আমি স্বাধীনতা আমি বিজয়ী
আমার চোখের ঝলকানিতে মিথ্যা যায় হয়ে অন্ধ আমি স্বাধীনতা
আমি আগ্নেয়গিরি অগ্নিপাতে করি মিথ্যার ঝড়খারী
জলন্ত আগুনের শীলাহিন দিপ্ত শিখা টগবগে যুবক
আমার চাহনিতে সত্যের পাহনিতে
লোহার গলনিতে সুগন্ধির সুঘ্রানে নিপিড়িত
অসহায় জ্বলে ওঠে আফগান, সত্যের জয় গান, আমি অপারিজতা,
নির্ভয় নির্লজ্জ আমি হীরার চেয়ে বেশি কিছু আমি জিতেই ছাড়ি
আমি স্বাধীনতা
আমি জোশিবেদের পোলা মুসা নবি
ফেরাউন ঘরে জ্বলি তাহারি খেয়ে লাথি মারি বিদ্রোহী তরে
আমি নীলনদ ডুবিয়ে চুবিয়ে মিথ্যা মারি গলা টুটি ধরে
আমি স্বাধীনতা, আমি সংগ্ৰামি
সুন্দরীদের কথার ছলন ছলনায় আমি সেরা
সত্যি ভাবে কেড়ে নিই জীবন ও ধরা
আমি মারিয়ানা ট্রেঞ্জ’র গভীরতা যে যত বড়ই হোক না-
কেন হারিয়ে দিই তার নীরবতা, স্বাধীনতা
আমি বিজয়ী আমি রক্তসংগ্ৰামী
আমি শাজাহান এর তাজমহল একবার ই হবে
আর হবে জন্ম না সৃষ্টি সুখের আবেগ
আমি স্বাধীনতা আমি রক্তসংগ্ৰামি
আমি আরশকুরশি আল্লাহ আসন
যাহার নাই ক্ষয়শাসন
ধ্বংস নাহি তার বাহন আমি সংবিধান আমি স্বাধীনতা
বাকরুদ্ধ পেশা প্রতিষ্ঠা তারি নেশা
আমি হাজরে আসওয়াদ
পাপ মোচন করে স্রষ্ঠার নিকেতন
আমি দুঃখিত হ্নদয়ের আশার মক্কা মদিনার ঘর,
আমি স্বাধিনতা .(সংরক্ষিত)
( গ্রীনসিটির সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখাটির আইনগত, মতামত বা বিশ্লেষণের দায়ভার সম্পূর্ণরূপে লেখকের, গ্রীনসিটি কর্তৃপক্ষের নয়। লেখকের নিজস্ব মতামতের কোনো প্রকার দায়ভার গ্রীনসিটি নেবে না।)