ঢাকাবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২

বয়সে ৩৯ মাস ছাড় পেলেন সরকারি চাকরি প্রার্থীরা

সেপ্টেম্বর ২২, ২০২২ ১১:৪৩ পূর্বাহ্ণ । ১৯৩ জন

বয়সে ৩৯ মাস ছাড় পেলেন সরকারি চাকরি প্রার্থীরা। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সে ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনার চিঠি দেওয়া হয়েছে। তবে বিসিএস পরীক্ষা এর আওতায় আসবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।


আরো পড়ুন: বয়সে ৩৯ মাস ছাড় পেলেন সরকারি চাকরি প্রার্থীরা

আরো পড়ুন: ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

আরো পড়ুন: ‘মিয়ানমার ইস্যুতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত’


 

এক্ষেত্রে চাকরি প্রার্থীরা করোনা মহামারীর কারণে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ মাসের ছাড় পেলেন।

আরো পড়ুন:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগের ৩টি পদে ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বিভাগের নাম: জননিরাপত্তা বিভাগ

jagonews24

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ০১ অক্টোবর ২০২২ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদনের ঠিকানা: আগ্রহীরা mhapsd.teletalk.com.bd থেকে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন শুরু: ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২২ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

Paris