ঢাকারবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২
  • অন্যান্য

দুর্গাপূজা উপলক্ষ্যে মার্কেট ১০টা পর্যন্ত খোলা রাখতে রাজশাহী চেম্বারের স্মারকলিপি প্রদান

সেপ্টেম্বর ২৫, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ । ১৫০ জন

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহীতে  দোকান, মার্কেট, বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার জন্য স্মারকলিপি প্রদান করা হয়েছে।
চেম্বার পরিচালনা পর্ষদ রাজশাহীর ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে আজ রোববার সকালে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপিতে  উল্লেখ করা হয়, বিগত দুই বছর করোনাকালীন বাংলাদেশ ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ ছিল। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায় প্রসার করার লক্ষ্যে রাত আটটায় বাজার বন্ধ হওয়ার সময় বর্ধিত করে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বাজার কমিটির পক্ষ থেকে বাজারের নিরাপত্তার জন্য আবেদন করা হয়। এ বিষয়ে সার্বিক সহযোগিতার জন্যও সুপারিশ করা হয়।
উক্ত স্মারকলিপির প্রেক্ষিতে রাত ৮ টার পরিবর্তে ২ ঘন্টা সময় বাড়িয়ে রাত ১০ টা পর্যন্ত সমস্ত দোকান পাট ও শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ (সুমন), পরিচালক রিয়াজ আহমেদ খান ও পরিচালক মোস্তাফিজুর রহমান।