এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গুছিয়ে আয়োজনের চেষ্টায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজি খোঁজা শুরু হয় আগামী তিন আসরের জন্য। জানানো হয় তিন আসরের শুরুর সময়ও।
এবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলো আসন্ন তিন আসরের জন্য চূড়ান্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর নাম। এর মধ্যে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপও থাকছে। জানা গেছে, ৯টি কর্পোরেট হাউজ বিপিএলে দল নিতে আগ্রহী ছিল। এর মধ্যে সাতটিকে বেছে নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
ঢাকার মালিকানা এবার পেয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। খুলনার মালিকানায় আছে মাইন্ডট্রি লিমিটেড। ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেডের মালিকানায় থাকছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি।
এছাড়া চট্টগ্রামের দল চালাবে ডেলটা স্পোর্টস লিমিটেড, টোগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ) পেয়েছে রংপুরের মালিকানা। সিলেটের দায়িত্বে থাকছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। নামী বা পরিচিত ফ্য্যাঞ্চাইজির মধ্যে থাকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। ২০২৪ সালের বিপিএল শুরু হবে ৬ জানুয়ারি, শেষ হবে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের বিপিএল শুরু হবে ১ জানুয়ারি, শেষ হবে ১১ ফেব্রুয়ারি। আর প্রতিটি আসরেই অংশ নেবে ৭টি করে ফ্রাঞ্চাইজি।
বিপিএলের সাত দল :
ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ডট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড, (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।