ঢাকারবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২

রাজশাহীতে ১১০ লিটার চোলাইমদ-সহ আটক ৩

সেপ্টেম্বর ২৫, ২০২২ ৭:১০ অপরাহ্ণ । ১৩২ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ১১০ লিটার দেশীয় চোলাইমদ-সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন, মো: আজিজুল ইসলাম (৫০), মো: খাদেমুল ইসলাম (৪৫) ও মো: রুবেল (৪০)। আজিজুল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার মৃত সেফাত শেখের ছেলে, খাদেমুল মতিহার থানার বুধপাড়া এলাকার মৃত বশির আহম্মেদের ছেলে ও রুবেল চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) মোঃ রফিকুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানান, শনিবার ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার  আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান এবং এসআই সালেকুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি আজিজুল, খাদেমুল ও রুবেলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১১০ লিটার চোলাইমদ উদ্ধার হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Paris