পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বুধবার (২৮ সেপ্টেম্বর) এক দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়- ওইদিন সকাল ৯টায় মন্ত্রী আকাশ পথে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে গিয়ে পৌঁছবেন।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী এদিন সকাল পৌনে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে রাবির কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ অধ্যাপক ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে বৃক্ষ রোপণ করবেন।
শেষে পরিকল্পনামন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে রাবি কর্তৃক আয়োজিত ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় যোগদান করবেন।
এদিন বিকেল পৌনে ৬টায় মন্ত্রী প্লেনে করে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।
বাংলানিউজ