নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) ”Child Affairs Desk Skills (CADS)” বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১০ টায় আরএমপি ট্রেনিং স্কুলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কের কর্মকর্তা ও ফোকাল পারসনদের নিয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এতে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: ফারুক হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সদর), মো: শরীফ উদ্দিন, পুলিশ সুপার, পিবিআই, বগুড়া, মো: দেলোয়ার হোসেন সরকার, এমআইএস, এ্যান্ড মনিটরিং অফিসার, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, ঢাকা, মো: আবুল কালাম আযাদ, অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, রাজশাহী ও মো: গোলাম রুহুল কুদ্দুস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সহ-আরএমপি-ঊর্ধ্বতন কর্মকর্তারা।