আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও টস হেরেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের পাঠিয়েছে আরব আমিরাত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ একাদশ: একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি রাব্বি, নাসুম আহমেদ তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।
প্রথম সিরিজ জয়ের হাতছানি
প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশে। এবার দ্বিতীয় ম্যাচ জিতলে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে সিরিজ জেতার স্বাদ পাবে নুরুল হাসান সোহানের দল। এখন পর্যন্ত দুবারের দেখায় দুবারই জয় পেয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে কষ্টের জয়
প্রথম ম্যাচে ৭ রানে কষ্টের জয়। ১৫৯ রানের লক্ষ্যে আমিরাত দারুণ শুরু করে। রানআউট হয়ে ওয়াসিম (১৫) ফিরলেও আরেক ওপেনার চিরাগ ছিলেন ভয়ঙ্কর। মিরাজ তাকে থামান ৩৯ রানে। মাত্র ২৪ বলে এই রান করেন তিনি। চিরাগের আউটে পতন ঘটে আমিরাতের ব্যাটিং লাইনআপে। ৩৬ রানে তারা হারায় ৬ উইকেট। শেষ ২ ওভারে আমিরাতের প্রয়োজন ছিল ২১ রান। ১৯তম ওভারে সাইফউদ্দিন ১০ রান দেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ১১। আমিরাতের ছিল ২ উইকেট। সাইফউদ্দিন ক্যাচ মিস করলেও পরপর দুই বলে ২ উইকেট নিয়ে নেন। মোস্তাফিজ-শরিফুল ডেথ ওভারে করা ২ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট। সর্বোচ্চ ৩ উইকেট করে নেন শরিফুল-মিরাজ।
রাইজিংবিডি