ঢাকামঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২
  • অন্যান্য

এক অভিযানেই ছয় হাজারী তিনটি পর্বতশৃঙ্গ জয়

সেপ্টেম্বর ২৭, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ । ২০০ জন

পর্বতারোহীদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই পর্বতারোহী ৫ সেপ্টেম্বর লাদাখের প্রধান শহর লেহতে পৌঁছান। প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ ও প্রস্তুতির পর ৮ সেপ্টেম্বর অভিযান শুরু করেন। দুই দিন পর কাং ইয়াতসে–২ বেজক্যাম্পে পৌঁছান। মূলত বেজক্যাম্প থেকেই অভিযানের সময় হিসাব করা হয়। তাঁরা ১২ সেপ্টেম্বর দুপুর ১২টায় কাং ইয়াতসে–২-এর শীর্ষে পৌঁছান। এরপর ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে তাঁরা রিগিওনি মাল্লাই রি সামিটের উদ্দেশে যাত্রা শুরু করেন। টানা ১২ ঘণ্টা আরোহণের পর চূড়ায় আরোহণ করেন। ১৯ সেপ্টেম্বর কঙ্গা রিতে আরোহণ করে ধরেন জো জঙ্গো ইস্ট চূড়ায় আরোহণের পথ। ২০ সেপ্টেম্বর বিকেলে জো জঙ্গো ইস্ট জয়ের মাধ্যমে অভিযান শেষ করেন।

পর্বতারোহী জুটির শুরুতে হিমালয়ের পশ্চিম অংশের ছয় হাজার মিটারের পাঁচটি চূড়ায় আরোহণ করার কথা ছিল। সালেহীন আরশাদী জানান, প্রয়োজনীয় অনুমতি ও রিগিওনি মালাইরি–১ পর্বত থেকে ২-এ যাওয়ার রিজলাইন ভঙ্গুর হওয়ায় অভিযানে পরিবর্তন আনতে হয়।

‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ অভিযানটি আয়োজন করেছিল পর্বতভিত্তিক অ্যাডভেঞ্চার প্ল্যাটফর্ম অদ্রি। পৃষ্ঠপোষকতা করে ভ্রমণবিষয়ক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গোজায়ান। অভিযানের সহযোগী হিসেবে ছিল ট্রাভেলার্স অব বাংলাদেশ (টিওবি) ও অ্যাডভেঞ্চার ক্লাব দ্য কোয়েস্ট।

প্রথম আলো