ঢাকামঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২
  • অন্যান্য

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪

সেপ্টেম্বর ২৭, ২০২২ ২:০২ অপরাহ্ণ । ২১০ জন

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়াঘাটে নৌকাডুবির ঘটনায় আরও ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬৪-তে দাঁড়িয়েছে। প্রাশসনের হিসাব অনুযায়ী এখনও প্রায় ১৮ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিশুসহ আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী ২৮ জন, পুরুষ ১৫ জন ও শিশু ১৮ জন। নৌকাডুবি স্থানের আশপাশ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।

নৌকার মাঝির গাফিলাতি ও নৌকায় অতিরিক্ত যাত্রী উঠানোয় এই নৌ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের দাবি।

এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মহালয়া পূজা দিতে যাওয়ার পথে নৌকায় করে নদী পার হতে গেলে এ নৌকা ডুবির ঘটনাটি ঘটে। ঘটনার প্রথম দিনে ২৫ জন, দ্বিতীয় দিনে আরও ২৫ জন এবং ৩য় দিন মঙ্গলবার সকাল থেকে  দুপুর ১২টা পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।- বাংলানিউজ