ঢাকামঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২
  • অন্যান্য

ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের সাথে রাজশাহীর চেম্বারের পরিচালকদের মতবিনিময়

সেপ্টেম্বর ২৭, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ । ২০৬ জন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ পাটেল এর সাথে রাজশাহীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার “চেম্বার বোর্ড রুমে” রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সভাটি অনুষ্টিত হয়।

সভায় আঞ্চলিক বাণিজ্য ও বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সংযোগসহ অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু।

সভায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং হাইকমিশনারের কর্মকর্তা পলিটিক্যাল কাউন্সিলর ড্যানিয়েল সেরি ও পলিটিক্যাল এ্যানালাইষ্ট মোঃ আমান কামারুজ্জামান কে সভাপতি ফুলেল শুভেচ্ছা জানান এবং উত্তরীয় দিয়ে বরণ করেন।

মূল আলোচনায় বাংলাদেশ ব্রিটিশ যৌথ ব্যবসা বাণিজ্য কর্মপদ্ধতির, আমদানী রপ্তানী, দক্ষ জনশক্তি উত্তরাঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য ও হস্ত শিল্পের বাজার প্রসারের নীতি নির্ধারন নিয়ে আলোচনা করা হয়। ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারকে লন্ডন ভিত্তিক ব্যবসায়ীদের ব্রিটিশ সরকারের আমদানী ভিত্তিক মানদন্ড ও আন্তর্জাতিক মানদন্ড বিষয়ে নিয়ম নীতি জানানোর জন্য অনুরোধ করা হয়। ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারকে জানানো হয় যে, ইতোমধ্যে বাংলাদেশ, ভূটান, ভারত, নেপাল ব্যবসায়ীক সংযোগ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা শুরু হয়েছে।  পরিচালকরা তাঁদের বিভিন্ন মতামত ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি রাজশাহী চেম্বার বাংলাদেশ তথা উত্তরাঞ্চল থেকে কৃষি পণ্যের সরাসরি রপ্তানীর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

এছাড়া কর্মসংস্থানের সৃষ্টিতে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের কাছে বিভিন্ন প্রশিক্ষণ বা দক্ষতা উন্নয়ন মূলক কার্যক্রম গ্রহনের জন্য অনুরোধ করা হয়। ব্রিটিশ হাই কমিশনার সভার বক্তব্য গুলি গুরুত্ব সহকারে শোনেন ও তাঁর বক্তব্যে ব্যবসা বাণিজ্য আমদানী রপ্তানী ও অন্যান্য বিষয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করে পরবর্তীতে যৌথভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।
সভাপতি সভা সমাপ্তির শেষে অতিথিকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করেন।
এ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি, মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালকবৃন্দ সর্ব মোঃ শাহাদৎ হোসেন বাবু, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, হারুন উর রশীদ, মোঃ আব্দুল গাফফার, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ মোস্তাফিজুর রহমান, এস,এম আইয়ুব।
আলোচনায় অংশগ্রহণ করেন চেম্বারের পক্ষ থেকে ব্যারিষ্টার আশিফ খান চৌধুরী। সভা পরিচালনা করেন  জামিলা আফসারী আলম (প্রীতি)।

Paris