সরকারি স্কুল-কলেজের পদের তথ্য চায় অধিদপ্তর। ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ ও স্বয়ংক্রিয়ভাবে বাজেট প্রণয়নে বিভিন্ন সরকারি স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, টিটিসি ও এইচএসটিটিআইয়ের পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ৬ অক্টোবরের মধ্যে ইএমআইএসের ওয়েবসাইটে ডিসিএম মডিউলের ফরম পূরণ করে প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম, নিয়োগবিধি ও পদ মঞ্জুরির সত্যায়িত অনুলিপিসহ পিডিএফ ফাইলে আপলোড করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের।
এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার আদেশটি প্রকাশ করা হয়। একইসঙ্গে পদের তথ্য পাঠানোর একটি নির্দেশিকা প্রকাশ করেছে অধিদপ্তর।
আরো পড়ুন: সপ্তাহের ব্যবধানে আবারও কমলো সোনার দাম
আরো পড়ুন: করতোয়ার নৌকাডুবি: মৃত্যু বেড়ে ৩৯
অধিদপ্তর আরও বলছে, সরকারি কর্মচারীদের বেতন-ভাতার বাজেট স্বয়ংক্রিয়ভাবে প্রণয়ন ও ইএফটির মাধ্যমে কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন পরিশোধ সহজ করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব প্রতিষ্ঠানের পদ সংক্রান্ত তথ্য ইএমআইএস সফটওয়ারে (www.emis.gov.bd) ডিসিএম মডিউলে সরকারি স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, টিটিসি এবং এইচএসটিটিআইয়ের প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করে সাপর্টিং ডকুমেন্ট হিসেবে প্রতিষ্ঠানে অর্গানোগ্রাম, নিয়োগবিধি এবং পদ মঞ্জুরির সত্যায়িত অনুলিপির পিডিএফ ফাইল আগামী ৬ অক্টোবরের মধ্যে আপলোড করার জন্য বলা হলো।
জানা গেছে, নির্ধারিত ছকে কার্যালয়ের নাম, কোড নম্বর ও মন্ত্রণালয় ও বিভাগের নাম উল্লেখ করে বাংলায় পদবি, ইংরেজিতে পদবি, গ্রেড ও পদসংখ্যা উল্লেখ করতে হবে।- দৈনিক শিক্ষা