মেয়রকে ‘শালীনতা বিবর্জিত’ চিঠি, বোর্ড চেয়ারম্যান বললেন ‘ষড়যন্ত্র’। রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে ‘শালীনতা বিবর্জিত’ চিঠি লেখার অভিযোগ উঠেছে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমানের বিরুদ্ধে। এ অভিযোগে বোর্ড চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও বোর্ড চেয়ারম্যান দাবি করেছেন, চিঠিটি তিনি লেখেননি।
আর মেয়র বলছেন, শিক্ষাবোর্ড চেয়ারম্যানের প্যাডে লেখা শালীনতা বিবর্জিত চিঠিটি তিনি পেয়েছেন। বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান।
গত ২২ সেপ্টেম্বর মেয়রকে ‘শালীনতা বিবর্জিত’ চিঠি লেখায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমানের ব্যাখ্যা চাওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত ওই চিঠিতে এ বিষয়ে ১০ দিনের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বলা হয়েছে।
জানা গেছে, রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান মো. হাবিবুর রহমান রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে একটি চিঠি লেখেন। শিক্ষাবোর্ড চেয়ারম্যানের প্যাডে স্বাক্ষর করা ওই পত্রে লেখা ছিল, ‘আপনার সঙ্গে আমাকে দেখা করার জন্য গেটে অপেক্ষা করতে হবে। আপনার কাছে সময় চাইতে হবে? বিষয়টি কল্পনা করা আমার জন্য দুরূহ। আপনি জানেন কি আমার জা শাশুড়ি এমপি। আমার আওয়ামী পরিবারে জন্ম। ভবিষ্যতে আমিও এমপি বা মন্ত্রী হতে পারি। গাজীপুরের ও কাটাখালীর মেয়রদের দিকে তাকান। বর্তমানে তাদের কি অবস্থা?’
রাজশাহী শিক্ষাবোর্ডের প্যাডে চেয়ারম্যান হাবিবুর রহমানের স্বাক্ষর করা এ চিঠি পেয়ে বিষয়টি ২ আগস্ট স্থানীয় সরকার বিভাগকে জানান সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। পরে ২৪ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাবোর্ড চেয়ারম্যানের ব্যাখ্যা চেয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত চিঠিতে শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে ১০ দিনের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে বলা হয়
এতে বলা হয়, ‘গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে রাষ্ট্রীয় মর্যাদার প্রতি উদাসীন এবং ঔদ্ধত্যপূর্ণ এ মন্তব্য একজন দায়িত্বশীল সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ এর পরিপন্থী।’
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান হাবিবুর রহমান ওই চিঠি তিনি লেখেননি বলে দাবি করেন। তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ওই চিঠি আমি লিখিনি। কে বা কারা লিখেছে জানি না। তাদের হয়তো কোন ইন্টারেস্ট আছে, আমার সঙ্গে মেয়র মহোদয়ের সম্পর্ক নষ্ট করার। পরে আমি লিখিত ও মৌখিকভাবে মেয়র মহোদয়কে বিষয়টি জানিয়েছি।
তিনি আরও বলেন, এটি ষড়যন্ত্র। কে বা কারা এ কাজ করেছে তা বলা যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, মাস দুইয়েক আগে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পক্ষ থেকে এমন চিঠি দেয়া হয়েছে । আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। চিঠি কেন দিয়েছেন তা-ও আমি জানি না। বিধি মোতাবেক যা হচ্ছে তাই হোক।- দৈনিক শিক্ষা