ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। তিন দিনের সফরে আগামী ১৪ অক্টোবর তিনি ঢাকায় পৌঁছাতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
কূটনৈতিক সূত্র বলছে, সুলতান হাজি হাসানাল বলকিয়াহর সফরে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ও ব্রুনাই।
জানা যায়, গত ৩১ আগস্ট বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়। সেখানে সুলতানের সফরকে কেন্দ্র করে ব্রুনাই থেকে জ্বালানি আমদানি, দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ, দুদেশের মধ্যে সরাসরি প্লেন চলাচল এবং সংস্কৃৃতি খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা হয়।
সফরকালে সুলতান হাজি হাসানাল বলকিয়াহ রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
সফরের শুরুতে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের এপ্রিলে বোর্নিও দ্বীপের সমৃদ্ধ অর্থনীতির দেশ ব্রুনাই সফর করেছিলেন।
জাগোনিউজ