নিজ বাড়ি থেকে আসাদুজ্জামান নূর শিহাব নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
চাচাতো ভাই মো. মামুন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে শিহাব নিজ কক্ষে ঘুমাতে যায়। তার মৃত্যু ঠিক কখন হয়েছে এ বিষয়ে কেউ বলতে পারে না। শনিবার সকালে অনেক ডাকাডাকি করলেও সে ঘুম থেকে ওঠেনি। পরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, শিহাবের মৃত্যুর বিষয়ে জানি না। তার পরিবার থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এটি অপমৃত্যু কিনা সে বিষয়ে আমরা খোঁজ নেব।- বাংলানিউজ