বাংলাদেশের ফুটবলে এখন আলোচিত নাম হামজা চৌধুরি। বাংলাদেশী বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার।খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে। কিছুদিন আগেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন হামজা।
তাকে পাওয়ার বিষয়ে ইতোমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাফুফে। সেই চিঠির জবাবও দিয়েছে লেস্টার সিটি।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় দল কমিটির সভায় হামজার বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘এর আগেও আমরা তার (হামজা) ক্লাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। সাম্প্রতিক সময়েও করেছি। বিগত সময় তেমন উত্তর না পেলেও এবার একটি উত্তর পাওয়া গেছে। তবে সেই উত্তরও বেশ গতানুগতিক। তারা বলেছে, আমাদের চিঠি তারা পেয়েছে বিষয়টি নিয়ে পরে জানাবে। তিনি খেলতে চাইলে আমরা অবশ্যই স্বাগত জানাব। ’
তিনি আরও বলেন, ‘হামজা চৌধুরি আমাদের গর্ব। তিনি ইংল্যান্ডের একটি শীর্ষ ক্লাবে খেলছেন। একটি সাক্ষাৎকারে বাংলাদেশে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। সেখানে একটু খেয়াল করলে দেখা যাবে, আরও দুই বছর তিনি ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করবেন, এরপর বাংলাদেশের হয়ে খেলার কথা বলেছেন। ’
বাংলানিউজ