চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর হাসান মারফত (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোঁয়াবাড়ী চাঁদপুর কল্যানিজোলা আম বাগান থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার (১০ অক্টোবর) সকাল থেকে আলী হাসান নিখোঁজ ছিল। পরে শিশুটির পরিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
নিহত আলী হাসান শিবগঞ্জ উপজেলার চককির্ত্তী ইউনিয়নে পিরানটোলা গ্রামের মোহাম্মদ হোসেনর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, সকালে আম বাগানে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধীকে সনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে।
নিহতের চাচা আকবর হোসেন জানান, মরদেহটি তার নিখোঁজ ভাতিজা আলী হাসান মারফতে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।-বাংলানিউজ