ঢাকাশনিবার , ১৫ অক্টোবর ২০২২
  • অন্যান্য

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

অক্টোবর ১৫, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ । ৯৬ জন

নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীতে মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমছে না। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। প্রতিদিনের ভর্তি রোগীর চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা কম থাকছে। শুক্রবার (১৪ অক্টোবর) পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রোগী ছিলেন ৫১ জন। যাদের প্রত্যেকেই পাবনা ও ঢাকা ভ্রমণ শেষে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এদিন ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছেন। যাদের হাসপাতালের ১০, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ২৪, ৩৭, ৪২-৪৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৪ জন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তেমন একটা কমছে না। ৪০-৫০ জন ভর্তি রোগী থাকছেনই। হাসপাতালে ধারণ সক্ষমতার চেয়ে রোগী সংখ্যা বেশি হওয়ায় সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। রোগীরা বেড না পেয়ে ফ্লোরেই থাকছেন।

তিনি আরও জানান, আক্রান্ত রোগীদের ভ্রমণ ইতিহাসে দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই পাবনা, পাবনা রুপপুর ও ঢাকা থেকে আসার পর ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এক্ষেত্রে যারা ঐসব এলাকায় ভ্রমণ করছেন তাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। কেননা অধিকাংশ রোগীর মধ্যেই শারীরিক জটিলতা দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। হাসপাতালে মোট ১৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। আর ১৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাদের একটা লম্বা সময় চিকিৎসা নিতে হয়েছে। সুতরাং আক্রান্ত হওয়ার আগে সচেতন হওয়া প্রয়োজন।

Paris