ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
  • অন্যান্য

রাজশাহীতে ৮০৫ বোতল এ্যালকোহল-সহ আটক ১

অক্টোবর ১৮, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ । ১২৮ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে ৮০৫ বোতল এ্যালকোহল-সহ একজনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত হলেন,  মো: ফয়জুল ইসলাম শিলন (৩৮)। ফয়জুল কুষ্টিয়া জেলার সদর থানার ঢাকা জগতি এলাকার মৃত রাকিবুল ইসলামের ছেলে।

আজ মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া মডেল থানার পাঠানপাড়া এলাকায় এক মাদক ব্যবসায়ী তার ভাড়া বাড়িতে এ্যালকোহল বিক্রয় করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বেলা ১২টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ফয়জুলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৮০৫ বোতল এ্যালকোহল উদ্ধার হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Paris