ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

অক্টোবর ২২, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ । ১৪৮ জন

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্যে রাজশাহীতে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে।  শনিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি কোর্ট শহীদ মিনার চত্বরসহ মহানগরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা দুর্ঘটনা প্রতিরোধে আইন মেনে সড়কে চলার আহ্বান জানান।

May be an image of 6 people and people sitting

এ সময় বক্তারা সড়কের নিরাপত্তা কার্যক্রম টেকসই করতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি যথাযথভাবে দায়িত্ব পালনের জন্যও আহ্বান জানান।

সভায় রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতারা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Paris
Paris