এই প্যান ইন্ডিয়া নায়িকা বলেছেন, ‘মালয়ালম ছবির দুনিয়ায় আমার নতুন শুরু। আমি এবার এই দুনিয়ার স্বাদ নিতে প্রস্তুত।’ সম্প্রতি তামান্নাকে ‘বাবলি বাউন্সার’, ‘প্ল্যান এ প্ল্যান বি’ ছবিতে দেখা গেছে। তামান্নার এ ছবি দুটি ওটিটিতে মুক্তি পেয়েছে। এই দুই ছবিতে তাঁকে সম্পূর্ণ বিপরীত চরিত্রে দেখা গেছে।
সাম্প্রতিক এই ফিল্মি ভ্রমণ নিয়ে এই নায়িকা বলেছেন, ‘আমার মনে হয়, এই দুনিয়ার (হিন্দি ছবি) জন্য এখনো আমি নবজাতক। ‘বাবলি বাউন্সার’ আমাকে নিশ্চয় প্রমাণ করার সুযোগ দিয়েছে। আগামী বছর ওটিটিতে আমার এক ব্যতিক্রমী ছবি আসতে চলেছে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে দর্শক আমাকে নানান ধারার ছবি ও চরিত্রে দেখার সুযোগ পাবেন। আমি এখন নতুন কিছু করার অপেক্ষায় আছি। আগামী দিনে নাচভিত্তিক, পুরোদস্তুর অ্যাকশন আর মিষ্টি প্রেমের ছবিতে অভিনয় করার ইচ্ছে আছে। সাম্প্রতিককালে এ ধরনের ছবিতে আমি অভিনয় করিনি।’
বিনোদন–দুনিয়ায় এ বদল প্রসঙ্গে তামান্না বলেছেন, ‘একজন অভিনেত্রী হিসেবে এখন আমি নানা ধরনের চরিত্রে নিজেকে আবিষ্কারের সুযোগ পাচ্ছি। আমার জন্য দারুণ একসময়। ১০–১২ বছর আগে যা করতে পারিনি, এখন সেসব কাজ করতে পারছি। এ জন্য ওটিটিকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, দারুণ সব গল্প নিয়ে আসছে তারা।’