নিজস্ব প্রতিবেদক :
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৪২ জন ডেঙ্গু রোগী জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (২৮ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রির্পোটে দেখা যায়, রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
হাসপাতালের ৭টি ওয়ার্ডে তাদের চিকিৎসা হচেছ। গত ১৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হাসপাতালে ৩১২ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১ জন।