ঢাকারবিবার , ৩০ অক্টোবর ২০২২

তাসকিনের পর মোস্তাফিজের জোড়া আঘাত

অক্টোবর ৩০, ২০২২ ১২:৩৫ অপরাহ্ণ । ১২৭ জন

দুই ওপেনারকে আউট করে জিম্বাবুয়েকে চাপে ফেলে দিয়েছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। দলের আরেক পেসার মোস্তাফিজুর রহমানও বোলিংয়ে এসেই নিলেন জোড়া উইকেট।

একই ওভারে ফেরালেন সুম্বা এবং রাজাকে।

পাওয়ারপ্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন কাটার মাস্টার। মোস্তাফিজকে সোজা ব্যাটে তুলে মেরেছিলেন মিল্টন সুম্বা। মিড অফ থেকে ছুটে গিয়ে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন হয়। একই ‍ওভারে রাজার উইকেট শিকার করেন মোস্তাফিজ। তার শর্ট লেংথের বলে তুলে মারতে গিয়ে মিসটাইমিং হয়েছে রাজার। স্বপ্নের ফর্মে থাকা জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ফিরলেন কোনো রান না করেই।

এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৮.৪ ওভারে চার উইকেট হারিয়ে ৫১ রান। শন উইলিয়ামস ২১ এবং রেজিস চাকাভা ৭ রানে অপরাজিত আছেন।- বাংলানিউজ