ঢাকারবিবার , ৩০ অক্টোবর ২০২২

সোমালিয়ায় জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১০০

অক্টোবর ৩০, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ । ১২৭ জন

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছে। রোববার দেশটির প্রেসিডেন্ট এ তথ্য জানিয়েছেন।

বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামাদ বলেছেন, ‘আমাদের লোকজন যারা নির্মম এই হত্যাযজ্ঞের শিকার হয়েছে, তাদের মধ্যে  মায়ের কোলে থাকা শিশু রয়েছে, শারীরিকভাবে অসুস্থ বাবা রয়েছেন, পড়তে পাঠানো শিক্ষার্থী আর পরিবার নিয়ে চলতে হিমশিম খাওয়া ব্যবসায়ীরাও রয়েছেন।’

শনিবার মন্ত্রণালয়ের বাইরের অংশে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনার পরপর পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ জানান, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মন্ত্রণালয়ের আঙ্গিনায় আসে এবং তার পরে গুলি চালানো হয়।

এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে প্রেসিডেন্ট এই হামলার দায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবকে দিয়েছেন। সোমালিয়ায় সাধারণ এ ধরনের হামলা আল-শাবাবই চালিয়ে থাকে। তবে হামলায় ব্যাপক হতাহত দেখলে গোষ্ঠীটি দায় স্বীকার করে না।

রাইজিংবিডি