ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২

ব্যবসায়িক পার্টনারের সঙ্গে হংসিকার বিয়ে

নভেম্বর ১, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ । ১৫৯ জন

হৃতিক রোশান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’। সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্র দর্শকের মন কেড়েছিল। আর এ চরিত্রে অভিনয় করেছিলেন হংসিকা মোতওয়ানি। ছোট্ট সেই টিনা এখন আর ছোট নেই; তার বয়স এখন ৩১ বছর।

শুধু তাই নয়, সেই টিনা প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। কিছুদিন আগে এ খবর জানা যায়।তবে প্রেমিকের বিষয়ে ওই সময়ে কিছু জানা যায়নি। এবার জানা গেলো, ভালো বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন হংসিকা। আর তাকেই বিয়ে করছেন এই নায়িকা।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, হংসিকার হবু বরের নাম সোহেল কাঠুরিয়া। তিনি হংসিকার ব্যবসায়িক পার্টনার এবং তার খুব ভালো বন্ধু। আগামী ২ ডিসেম্বর জয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

Hansika Motwani's high slit lehenga is a great modern vibe for Bridesmaids  - WeddingSutra

জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস বিয়ের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। এখন বিয়ের প্রস্তুতি চলছে। ৪৫০ বছরের পুরোনা জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসের এক কর্মকর্তা কয়েক দিন আগে ইন্ডিয়া টিভিকে বলেন—‘ডিসেম্বরে হংসিকার বিয়ে। এজন্য এই প্রাসাদের কক্ষ প্রস্তুত করা হচ্ছে। সংস্কৃতিসমৃদ্ধ এই নগরীতে অতিথিদের আগমন উপলক্ষে সবরকম আয়োজন চলছে।’

18 साल बड़े हीरो के साथ डेब्यू कर गायब हो गई ये हीरोइन | hansika Motwani  birthday| hansika Motwani age| hansika Motwani boy friend| Shakalaka Boom  Boom Actress. – News18 हिंदी

টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তামিল-তেলেগু ভাষার সাতটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

রাইজিংবিডি