পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নাম্বার ওয়ান ব্যাটসম্যান হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। সেরা দশে উঠে এসেছেন বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানো দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস।
সূর্যকুমারও অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলছেন। প্রথম তিন ম্যাচে তিনি দুটো হাফ সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সব ব্যাটসম্যানরা যখন ধুঁকছিলেন তখন সূর্যকুমার ৪০ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ বলে করেন অপরাজিত ৫১ রান। এছাড়া চলতি বছর তিনি একটি সেঞ্চুরিসহ ৯৩৫ রান করেছেন।
৮৬৩ রেটিং পয়েন্ট নিয়ে সূর্যকুমার এখন শীর্ষে অবস্থান নিয়েছেন। ৮৪২ রেটিং পয়েন্ট নিয়ে মোহাম্মদ রিজওয়ান নেমে গেছেন দ্বিতীয় স্থানে।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা রুশো ১৭ ধাপ উন্নতি করে উঠে এসেছেন অষ্টম স্থানে। অন্যদিকে ৫ ধাপ উন্নতি করে গ্লেন ফিলিপস অবস্থান নিয়েছেন সপ্তম স্থানে।
এদিকে বোলারদের র্যাংকিংয়ে রশিদ খানের সঙ্গে ব্যবধান কমিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৬৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ উন্নতি করে হাসারাঙ্গা উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। রশিদ খান ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন শীর্ষে।
এদিকে বিশ্বকাপে মঙ্গলবার পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকার করা স্যাম কারান ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান নিয়েছে ষষ্ঠ স্থানে। পাশাপাশি অ্যানরিখ নরকিয়া উঠে এসেছেন সেরা দশে।
রাইজিংবিডি