নিজস্ব প্রতিবেদক:
গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে।
আজ সকাল ৯ টায় জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান এর সমাধিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতাকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় জেলা পুলিশের অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।