ঢাকাবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
  • অন্যান্য

জেল হত্যা দিবসে আরএমপি কমিশনারের শ্রদ্ধা

নভেম্বর ৩, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ । ১৪৪ জন

নিজস্ব প্রতিবেদক:
গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি)উদ্যোগে জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে।
আজ সকাল ৯ টায় জেল হত্যা দিবস উপলক্ষে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতাকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দোয়া করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, উপ-পুলিশ কমিশনার (সদর)  মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা

Paris