নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে প্রীতি কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও স্বপ্ন ফাউন্ডেশন এর সৌজন্যে শুক্রবার বিকেল ৪টায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টুরিস্ট পুলিশ ইউনিটের সম্মানিত অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, আরএমপির পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও স্বপ্ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাহিয়া মাহি সরকার।
উল্লেখ্য, গ্রাম বাংলার ঐতিহ্যময় ও আমাদের জাতীয় খেলা কাবাডিকে আরো বেশি জনপ্রিয় ও দর্শকনন্দিত করতে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে এই প্রীতি কাবাডি টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।
এই টুর্নামেন্টে রাজশাহীর মোট ৯টি উপজেলার কাবাডি টিম ও রাজশাহী জেলা পুলিশের কাবাডি টিম অর্থাৎ মোট ১০টি টিম অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় গোদাগাড়ী উপজেলা কাবাডি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজশাহী জেলা পুলিশ কাবাডি টিম।