নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল ৮ টা থেকে একযোগে ১১ টি কেন্দ্রের ৫৭টি বুথে ইভিএম মেশিনে ভোট গ্রহণ শুরু হয়।
তবে অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। সকাল ১১ টা পযর্ন্ত ভোট পড়েছে শতকরার হিসেবে ৮ থেকে ১০ শতাংশ। তবে এখন পর্যন্ত শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ নির্বাচনে মেয়র পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীতে সাজেদুর রহমান মিঠু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ’ প্রতীকে জার্জিস হোসেন সোহেল, ‘মোবাইল’ প্রতীক নিয়ে মোশাররফ হোসেন এবং তালগাছ প্রতিক নিয়ে জিয়াউল হক রতন নির্বাচনে অংশ নিয়েছেন। তবে জিয়াউল হক রতন এ নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে- পৌরসভার মোট ভোটার ২১ হাজার ৮০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮১২ জন ও নারী ভোটার ১০ হাজার ৯৯৪ জন। এই নির্বাচনে ১১ জন প্রিজাইডিং, ৫৭ জন সহকারী প্রিজাইডিং ও ১৫৪ জন পুলিং অফিসার ভোট গ্রহণে দায়িত্ব পালন করছেন।
দুর্গাপুর থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, পৌরসভা নির্বাচনী এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌর নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকায় রয়েছেন। বাংলাদেশ পুলিশ ডিবি পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যসহ ভ্রাম্যমাণ টিম রয়েছে।
প্রসঙ্গত; সর্বশেষ ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি দুর্গাপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন তোফাজ্জল হোসেন। গত ২১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মেয়র তোফাজ্জল মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন থেকে মেয়র পদটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করা হয়।