ঢাকারবিবার , ২০ নভেম্বর ২০২২
  • অন্যান্য

বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বিটিএসের জংকুক ও ভারতীয় নোরা

নভেম্বর ২০, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ । ৮৬ জন

কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ ফুটবল যুদ্ধে নামবে ৩২টি দেশ। যার আগে রবিবার (২০ নভেম্বর) কাতারের দোহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে আল বায়েত স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। যদিও অনুষ্ঠানে পারফর্ম কারা করবেন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফিফা।

তবে শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত বয় ব্যান্ড বিটিএস পারফর্ম করতে পারে। এই বিষয়ে বিটিএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অন্যতম সদস্য জুংকুক পারফর্ম করবেন। ‘ড্রিমার্স’ গানে মঞ্চন কাঁপাবেন তিনি। সঙ্গে আমেরিকার ব্ল্যাক আয়েড পিস পারফর্ম করবেন বিশ্বকাপের মঞ্চে।

এছাড়াও শোনা যাচ্ছে, শাকিরা, রবি উইলিয়ামস এর মতো তারকারাও মঞ্চ মাত করতে পারেন। সেই সঙ্গে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কানাডিয়ান অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি।

উদ্বোধনী অনুষ্ঠানের পরেই আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডর ম্যাচের মাধ্যমে শুরু হবে বিশ্বকাপ। আল বায়েত স্টেডিয়ামে একসঙ্গে ৬০ হাজার দর্শক বসতে পারবেন।

চ্যানেল আই