ঢাকামঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২

কার সঙ্গে প্রেম করছেন সাবেক মিস ওয়ার্ল্ড মানুষি

নভেম্বর ২২, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ । ১৪৪ জন

মানুষি এখন ব্যবসায়ী নিখিল কামাথের সঙ্গে প্রেম করছেন বলে খবর

মানুষি ছিল্লারকে নিয়ে নতুন খবর, ব্যবসায়ী নিখিল কামাথের সঙ্গে প্রেম করছেন তিনি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি প্রকাশ্যে এলেও গত বছর থেকে মানুষি ও নিখিল প্রেমের সম্পর্কে রয়েছেন।

এক বছর ধরে প্রেম করলেও দুজনই নিজেদের সম্পর্ক যাতে প্রকাশ্যে না আসে, সে জন্য প্রাণান্তকর চেষ্টা করেছেন। এ জন্য মানুষি ও নিখিল একসঙ্গে বেশ কয়েকবার ঘুরতে গেলেও সে কথা গণমাধ্যমে আসেনি। তবে সম্প্রতি তারা একসঙ্গে ঋষিকেশ গিয়েছিলেন। এরপরই তাঁদের সম্পর্কের কথা জানাজানি হয়।

মানুষি ছিল্লার

মানুষির একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, অভিনেত্রী এখন বলিউড ক্যারিয়ারে মন দিতে চান। নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নজর কাড়তে চান। নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চান না।

মানুষি ছিল্লারের প্রেমিক নিখিল আগে বিয়ে করেছিলেন। ২০১৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করার পর গত বছর তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

মানুষি ও নিখিলের কেউ অবশ্য তাঁদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

প্রথম আলো