ঢাকাবুধবার , ২৩ নভেম্বর ২০২২
  • অন্যান্য

জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নভেম্বর ২৩, ২০২২ ১২:০৫ অপরাহ্ণ । ১০৭ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভবনের ছাদ থেকে পড়ে লিমন কুমার রায় নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

লিমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জগন্নাথ হলের প্রভোস্ট মিহির লাল সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লিমন কীভাবে পড়েছে সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, লিমন হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের একটি কক্ষে থাকতেন। সকাল ১০টার দিকে ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সূত্র: দ্য ডেইলি স্টার