নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোরে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বেশকিছু বাঁশেরলাঠি উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল দশটায় তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত দশটার পরে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম (ডাকবাংলো) মাঠে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল ও বেশকিছু বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তানোর উপজেলা বিএনপির ৮ জন নেতার নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৪০ জনের নামে বিস্ফোরক আইনে থানায় মামলা করা হয়েছে।